ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটায় আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে পৈত্রিক সম্পত্তি দখল ও মসজিদের সম্পত্তি রেকর্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের আমির আলী মোল্যার ছেলে মশিয়ার রহমান সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মশিয়ার রহমান বলেন, আমি পৈত্রিক সূত্রে তালা উপজেলার মাহমুদপুর মৌজায় ১৩টি দাগের ২ একর ৮৯ শতক সম্পত্তির মধ্যে ৮৩ শতক সম্পত্তি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। কিন্তু একই এলাকার মৃত আব্দুল বারি মোল্যার ছেলে মান্নান মোল্যা গং, ইন্তাজ মোল্যার ছেলে নফর মোল্যা গং, মৃত আফাজ উদ্দিন মোল্যার ছেলে মফেজ উদ্দিন গং ও মৃত রুহুল আমিন শেখের ছেলে শহীদ শেখ গং ওই সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করে। এঘটনায় ১৯৮৯ সালে আদালতে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৪ সালে আমার পক্ষে রায় দেন। এর প্রেক্ষিতে তারা ওই আদালতে একটি মামলা দায়ের করলে আদালত তাদের মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে তারা জেলা জজ আদালতে মামলা দায়ের করে। যার বিচারিক কার্যক্রম চলমান। এদিকে, উল্লিখিত ব্যক্তিরা সম্প্রতি লোকজন ভাড়া করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করলে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পাটকেলঘাটা থানাকে নির্দেশ দেন। থানা নির্দেশ প্রাপ্ত হয়ে উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু উল্লিখিত ব্যক্তিরা আদালতের ৪৫ ধারার নির্দেশ অমান্য করে পর পর ৩ বার এলাকার প্রভাবশালী লোকজন নিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা বলে বেড়াচ্ছে তালা-কলারোয়া আসনের সংসদ সদস্যের নির্দেশে আমরা ওই সম্পত্তি দখল করবো। এছাড়া উল্লেখিত ব্যক্তিরা মাহমুদপুর মোল্যা পাড়া জামে মসজিদের ৭১ দাগে ৪০ শতক সম্পত্তিও অবৈধভাবে রেকর্ড করে নিয়ে ভোগ দখলে আছেন।
তাদের কোন বৈধ কাগজপত্র না থাকার পরও তারা দিনের পর দিন অবৈধভাবে সম্পত্তি ভোগ দখলে করে আসছে। মশিয়ার রহমান আরো বলেন, আদালতে মামলা চলমান থাকা এবং ১৪৫ ধারা জারি থাকার পরও তারা আইন আদালতের কোন তোয়াক্কা না করে স্থানীয় সাংসদ ও থানা পুলিশের দোহাই দিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে। তারা প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
পাটকেলঘাটায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/