পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পাতড়াবুনিয়ায় শ্মশান ও কালীমন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকালে সার্বজনীন কালীমন্দির স্থলে কমিটির সভাপতি দীনেশ ম-লের সভাপতিত্বে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
গড়ইখালী ইউনিয়ন যুবলীগ সম্পাদক মানবেন্দ্র ম-ল ও ছাত্রলীগ নেতা হামিম সানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ ম-ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন সরকার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবলু হোসেন বাবু গাইন ও চান্নির চক কলেজিয়েটর সভাপতি অমলেন্দু বাছাড়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় অমর ম-ল, সুকৃতি রায়, বিজয় রায়, নভতোষ ম-ল, গৌরপদ ম-ল, শান্ত ম-ল, পুলিন সরদার, জয়দেব ম-ল প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ আগস্টে স্থানীয় আছাদুল ও তার ভাতিজা ফরহাদ গাইন ক্রয়কৃত সম্পত্তি দাবি করে বহিরাগতদের নিয়ে এ দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমিতে অবৈধভাবে টিনসেডের স্থাপনা নির্মাণ করে। এ বিষয়ে এসিল্যান্ডের কাছে অভিযোগ দিলে সপ্তাহব্যাপী তিন জন আমিনের জরিপের পর অবৈধ স্থাপনা প্রমাণিত হলে তা সরিয়ে ফেলতে বলা হয়। কিন্তু ফরহাদ গংরা এখনো পর্যন্ত স্থাপনা সরাচ্ছে না।
পাইকগাছায় শ্মশান ও কালীমন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে প্রতিবাদ সমাবেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/