বাবুল আক্তার, পাইকগাছা: অবশেষে মৃত্যুর ১৫ দিন পর বিএল কলেজ ছাত্রী গৃহবধূ সোনালীর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। নিহতের পিতা নিতাই বিশ্বাস বাদী হয়ে পাইকগাছা থানায় জেলহাজতে আটক স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অখিল সরকার ময়না তদন্ত রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানান, সোনালীর মাথায় ও হাটুতে শক্ত কোন পদার্থের আঘাতে মৃত্যু হয়েছে। এদিকে, মৃত্যুর পূর্বে সোনালী তার কাকাতো ছোট ভাই মিঠুর মেসেঞ্জারে লিখেছিল ‘প্রেম করে বিয়ে করা বড়ই ভুল হয়েছে এবং আমার মৃত্যু হলে স্বামী রবিনই দায়ী থাকবে, তাকে তোরা জেলের ভাত খাওয়াবী।’
এ এসএমএস ও বেশ কিছু আলামতের ভিত্তিতে এ হত্যা মামলার তদন্ত চলছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
উল্লেখ্য প্রেম করে আনুষ্ঠানিক বিয়ের দেড় মাসের মাথায় গত ২৮ আগস্ট বিএল কলেজে অনার্স পড়ুয়া সোনালী বিশ্বাসের লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পাইকগাছায় কলেজ ছাত্রীর মৃত্যু: ১৫ দিন পর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/