পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গঠনতন্ত্র বহির্ভুতভাবে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করায় জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় হোটেল আল-মদিনার নিচে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলা যুবলীগের সভাপতি এস এম সামছুর রহমান বলেন, জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক তিন বছর পূর্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় গঠনতন্ত্রের ২৫ (ঙ) ধারা লংঘন করায় যুবলীগের পদ হারিয়েছে। এ কারণে তারা কোন কমিটি গঠন ও অনুমোদন দেয়ার এখতিয়ার রাখেন না।
গত ২৩ সেপ্টেম্বর পত্রিকায় ৩৭ সদস্য বিশিষ্ট পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সংবাদ দেখে বুধবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
এসময় তিনি আরো বলেন, ওই কমিটির অন্তর্ভুক্ত আজিজুল হাকিম, মো. আকরামুল ইসলাম, আবু হাফিজ, সোহেল শিকদার, আল-আমিন মোড়ল, মো. ইমন হোসেন ছাত্রদলের সদস্য ছিল। আনিছুর রহমান গাজী রাড়–লী ইউনিয়ন জামায়াত নেতার ছেলে। জামায়াত-ছাত্রদল নেতা-কর্মীদের দিয়ে গঠিত কমিটিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাখান করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সহ-সভাপতি এস এম রেজাউল হক, হাফিজুর রহমান রিন্টু, গৌরাঙ্গ ম-ল, শাহরাবুল ইসলাম প্রিন্স, মিজান বাবু, পার্থ প্রতীম, সোহানুর রহমান সোহান, নিত্যানন্দ ম-ল, শহীদ গাজী, পুলকেশ ম-ল, তাপস ঘোষ, পরেশ ম-ল প্রমুখ।
পাইকগাছায় উপজেলা যুবলীগের সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/