কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের (৫৪) কাছে মোবাইল ম্যাসেজের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ৫১ মিনিটে (০১৭৬২ ৯২২৮৪৯) একটি নম্বর থেকে তাকে বার্তা দেওয়া হয়। ওই বার্তায় লেখা ছিলো- ‘প্রধান শিক্ষক সাহেব, নলতা উচ্চ বিদ্যালয়। আপনার রিপোর্ট আছে আমাদের কাছে। আগামীকাল দিনের ভিতরে বিশ হাজার টাকা দিতে হবে। না দিলে মোশারাফ চেয়ারম্যানের মত হত্যা করব। থানায় বললে মরণ তো হবেই। ইতিঃ।’
এদিকে বার্তাটি পাওয়ার পর প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম নিজের এবং পরিবারের কথা ভেবে বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-৪৮৪।
প্রসঙ্গত, আব্দুল মোনয়েম উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের ফজলুল রহমানের ছেলে। গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।