নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতার মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান।
স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান দোলন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন- স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আবু ফরহাদ, আনারুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, শাহানারা পারভীন, তুহিনা আফরিন, নাদিরা সুলতানা, জেসমিন পারভীন, নাদিরা সুলতানা লুনা, সালমা আক্তার প্রমুখ।