Site icon suprovatsatkhira.com

ধলবাড়িয়ায় নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন কমিটির সভা

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (ওয়াটসান) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবং ওয়াটসান কমিটির সভাপতি গাজী শওকাত হোসেন।
সভায় ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধান, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ইউপি সচিব মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল, ডা. আ. কাদের, আমেনা খাতুন, রোকেয়া খাতুন বেবী, এস. এম. আব্দুর রব, প্রশান্ত হালদার প্রমুখ।
উল্লেখ্য নবযাত্রা প্রকল্প ইউনিয়নে নিরাপদ পানির সমস্যা সমাধানে ৯টি গভীর নলকূপ মেরামত, ৭টি নতুন গভীর নলকূপ স্থাপন ও ১০টি রেইন ওয়াটার হারভেষ্টিং স্থাপনের অনুমোদন দিয়েছে।
সভা শেষে চেয়ারম্যান গাজী শওকাত নবযাত্রা প্রকল্প কতৃক প্রদত্ত যন্ত্রপাতি ওয়াটার পয়েন্ট কেয়ারটেকরদের হাতে তুলে দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version