সরদার কালাম, খোরদো (কলারোয়া): কলারোয়ার দেয়াড়ায় পাটের দাম ভালো পেয়ে খুশির ঝিলিক লেগেছে চাষীর মুখে। পাট আর পাটখড়ি তাই বিক্রয় হচ্ছে বেশ। কেউ কেউ দূর থেকেও কিনতে আসছে পাটখড়ি। উপজেলার দেয়াড়ার দলুইপুর, পাকুড়িয়া, মিরডাঙ্গা, খোরদো, উলুডাঙ্গা, পাটুলিয়া, ছলিমপুর, কাশিয়াডাঙ্গা এলাকায় ঘুরে দেখা যায়, চাষীরা ব্যস্ত সময় পার করছেন পাট থেকে আঁশ ছাড়ানোর কাজে। আবার পচাতে দিয়েই কেউ কেউ বিক্রি করে দিচ্ছেন। তবে ভালো দাম পেয়ে এবার চাষীদের মাঝে হাসির ঝিলিক দেখা মিলেছে।
চাষী নাছির উদ্দীন বলেন, পাটের চাহিদা এবার বেশি। যা উৎপাদন হয়েছে তার ভালো দাম পেয়ে আমরা খুশি।
খোঁজ নিয়ে জানা যায়, পাটখড়ির আটি ইতোপূর্বে ১০-১৫ টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রয় হচ্ছে ৪০-৫০ টাকা (আটি)। এছাড়া পাটের গুণগত মান অনুসারে এক হাজার ছয়শ থেকে এক হাজার সাতশ টাকা মণ বিক্রয় হচ্ছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/