আশাশুনি প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, দেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তার নির্দেশে আমি উন্নয়নের ধারাকে তরান্বিত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। যার সুফল আশাশুনিবাসী পাচ্ছে। কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে সেগুলো অচিরেই শেষ করা হবে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জের নলতা থেকে অর্ধ শতাধিক মাইক্রো, ট্রাক, পিকআপ, প্রাইভেট এবং সহ¯্রাধিক মটর সাইকেলে নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
বেলা ১২টায় আশাশুনি জনতা ব্যাংক মোড়ে সদর ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ডা. আ ফ ম রুহুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, আওয়ামী লীগ নেতা নীলকন্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুুজিৎ মন্ডল, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ন কবীর সুমন, শ্রমিকলীগের আহ্বায়ক ঢালী সামছুল আলম, রবিউল ইসলাম নবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, যুবমহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দিক প্রমুখ। পরে এমপি রুহুল হক বুধহাটা বাসস্ট্যান্ড চত্বর, কাদাকাটি হাজীরহাট চত্বর ও দরগাহপুর ফুটবল মাঠে পথ সভায় অংশ নেন।
দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: এমপি রুহুল হক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/