Site icon suprovatsatkhira.com

দেশের ক্রীড়া ক্ষেত্রে সাতক্ষীরার বিশেষ অবদান আছে: এমপি রবি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী খেলায় ৭-০ গোলে বিশাল জয় পেয়েছে টাউন স্পোর্টিং ক্লাব। শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাইফ ব্যাটারির সহযোগিতায় এই লীগ শুরু হয়।
উদ্বোধনী খেলায় টাউন স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় গণমুখী সংঘ। খেলার প্রথমার্ধেই তিন গোল করে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন টাউন স্পোর্টিং ক্লাবের সাঈদুর রহমান। ৩-০ গোল নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধেও পুরো মাঠ দখলে ছিল টাউন স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয়ার্ধের খেলায় আবারও টাউন স্পোর্টিং ক্লাবের সিদ্দিকুর রহমান দুটি, রিজভী ও স¤্রাট একটি করে গোল করেন। শেষের দিকে গণমুখী ক্লাব ছন্দে ফেরার চেষ্টা করলেও তাতে ফল বয়ে আনতে পারেনি তারা। অবশেষে ৭-০ গোলেই খেলার সমাপ্তি হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাছির উদ্দীন এবং লাইনস্ম্যানের দায়িত্ব পালন করেন কানন ও পিপুল।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৮ উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, সাতক্ষীরা বিভিন্ন ক্ষেত্রে দেশের সুনাম অর্জনে ভূমিকা রাখছে। ক্রীড়া ক্ষেত্রে তো বিশেষ অবদান আছেই। তবে আমাদের আরও পরিচর্যার মাধ্যমে ভালো করতে হবে। সাতক্ষীরার নাম সর্বত্র ছড়িয়ে দিতে সকলকে মিলে মিশে কাজ করার আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক একেএম আনিছুর রহমান।
প্রধান অতিথি এসময় লীগে অংশগ্রহণকারী ১০টি দলের প্রধানের হাতে অনুদানের চেক ও একটি করে ফুটবল তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তৈয়ব হাসান বাবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, সহ-সভাপতি আহমদ আলী সরদার, ট্রেজারার মাসুদ আলীসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, ১ম বিভাগ ফুটবল লীগে ১০টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো- টাউন স্পোর্টিং ক্লাব, অনির্বাণ ক্লাব, গণমুখী সংঘ, সুলতানপুর ক্লাব, ভালুকা চাঁদপুর যুবসংঘ, সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব, পার্ক একাদশ, জোড়দিয়া মডার্ণ স্পোর্টিং ক্লাব, পি কে ইউনিয়ন ক্লাব ও লাবসা পল্লী মঙ্গল সমিতি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version