Site icon suprovatsatkhira.com

দেবহাটায় নিজ উদ্যোগে ১ কিলোমিটার এলাকায় তাল বীজ রোপণ করলেন আব্দুল গফুর

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ধোপাডাঙ্গায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর আব্দুল গফুর নিজ উদ্যোগে ধোপাডাঙ্গা-টাউনশ্রীপুর সড়কের এক কিলোমিটার জুড়ে তালের বীজ রোপণ করেছেন।
এ ব্যাপারে আব্দুল গফুর বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব। সরকার বজ্রপাত প্রতিরোধে তাল বীজ বপণ কর্মসূচি হাতে নিয়েছেন। আমি নিজে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। নিজ উদ্যোগে সরকারি রাস্তার পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে তালের বীজ রোপণ করেছি। আমি চাই সকলে নিজেদের নিরাপদ রাখতে এভাবে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করুক। এসময় তার সাথে তার আপন ভাই নজরুল ইসলাম, ভাতিজা আরমান হোসেন ও নাতি তৈফিক ওমর উপস্থিত ছিল। এলাকাবাসী তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version