Site icon suprovatsatkhira.com

দেবহাটায় একের পর এক চুরি, শংকিত মানুষ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে শংকিত হয়ে পড়েছে গোটা উপজেলাবাসী। প্রতিদিন সন্ধ্যা হলেই এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়ছে চুরি আতংক। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলছে এলাকাবাসী। গত (৮ সেপ্টেম্বর) রাতে পুনরায় চুরির ঘটনা ঘটেছে মাঝ সখিপুর গ্রামের মৃত সাবুর আলীর ছেলে শরিফুল ইসলামের বাড়িতে।
ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে চোরের বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর জগন্নাথপুর গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে বাবর আলীর বাড়িতে গ্রিল কেটে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটে।
গত ২৯ আগস্ট রাতে কুলিয়া খাস খামার এলাকার ইব্রাহিম গাজীর বাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে স্বর্ণালংকার, নগদ টাকা, জমির কাগজ পত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
এছাড়া সাম্প্রতিক সখিপুরের সাবেক ইউপি সদস্য নুর মোহম্মাদ আলী ও পিন্টুর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোন অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয় নি। পুলিশ জানান, চোরেদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, এ ধরণের ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের নজরদারি দ্বিগুণ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত আমি নিজেও টহলরত অফিসার ও ফোর্সদের সাথে অভিযান পরিচালনা করছি। খুব দ্রæত অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। এ ধরণের ঘটনা এড়াতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version