দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইনহোল্ডার প্রজেক্টের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইনহোল্ডার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসীম উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুর লতিফ, প্রাণি সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ^াস ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজগর আলী, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আছাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সরাফি, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ব্রাকের উপজেলা ম্যানেজার চায়না খাতুন প্রমুখ।
দেবহাটায় ইনহোল্ডার প্রজেক্টের অগ্রগতি বিষয়ক আলোচনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/