ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতি প্রতিরোধে সংবাদকর্মীরা জোরালো ভূমিকা রাখতে পারেন। সব ধরনের দুর্নীতির চিত্র তুলে ধরে তারা সচেতনতা সৃষ্টি করে সমাধানের পথও দেখিয়ে দিতে পারেন। এ ক্ষেত্রে সংবাদকর্মী, টিআইবি ও সনাকের লক্ষ্য এক ও অভিন্ন।’
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা আয়োজিত ‘দুর্নীতি বিরোধী প্রচারণায় সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই মন্তব্য করেন।
বক্তারা বলেন, সর্বস্তরে দুর্নীতিবিরোধী চেতনার সৃষ্টি করতে হবে। সব সেবা কেন্দ্রের কর্মকা-ের ওপর নজরদারি বৃদ্ধির আহবান জানিয়ে তারা বলেন, দুর্নীতি চিহ্নিত করা দরকার। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে কথা বলা প্রয়োজন। সংবাদকর্মীরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করে আসছেন। এ ক্ষেত্রে টিআইবি ও সংবাদ কর্মীদের মধ্যে সমন্বয় থাকলে আরও ভাল কিছু করা সম্ভব হবে।
সভায় সনাক-সাতক্ষীরার সহসভাপতি ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. একেএম শহীদ উল্লাহ, প্রফেসর আবদুল হামিদ, অধ্যাপক ড. দিলারা বেগম, মো. ওলিউর রহমান, সাংবাদিক সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ, কল্যাণ ব্যানার্জি, টিআইবির এরিয়া ম্যানেজার আবদুল আহাদ প্রমুখ।