কামরুল ইসলাম মাহিন
আমাকে নিয়ে তোমার শত ভাবনা
আমি বলতেই যেন তুমি অন্ধ!
আমায় নিয়েই কত স্বপ্ন দিন-রাত্রি
আবার আমায় নিয়েই বড় দ্বিধাদ্বন্দ্ব!
আমার মাঝেই পাও তুমি সুখ বারতা
আমিই যেন দুঃখের মূল কারণ,
একবার মন সায় দেয় আমাতে হারাতে
আর একবার করে ভীষণ বারণ!
তুমি বিন্যস্ত, বড় অভ্যস্ত-সঙ্গে আমার
অজানা এক মোহে আচ্ছন্ন আমাতে,
কখনো ডুবে, কখনো সাঁতরে চলো দিগি¦দিক
কিছুতেই পারে না তোমায় থামাতে!
অবসান ঘটুক এই উদ্দেশ্যহীন ছোটাছুটির-
নতুন করে শুরু হোক তোমার স্বপ্নের পথচলা,
দিলাম তোমায় মুক্ত করে, দোটানা আর নয়;
জমে থাকা কথাগুলো, হলো না আজ বলা।
——————————————-
https://www.facebook.com/dailysuprovatsatkhira/