তালা প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ তাঁর নেতৃত্বে কতিপয় বহিরাগত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকদের উপর চড়াও হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সমিতির নেতৃবৃন্দ এই নিন্দা জ্ঞাপন করেন।
এতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি তালার মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য তপশীল ঘোষণা করা হয়। ঘোষিত তপশীলের বিরুদ্ধে বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্বপ্রাপ্ত হয়ে গত ১৩ সেপ্টেম্বর ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যান। এসময় বিদ্যালয়ের বর্তমান সভাপতি সুনীল কুমার দাশের নেতৃত্বে বহিরাগতরা তদন্ত কর্মকর্তার উপর প্রভাব বিস্তার করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একই সাথে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপর চড়াও হয়ে হুমকি দেন ও গালিগালাজ করেন। ঘটনার সংবাদ পেয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার ও সাধারণ সম্পাদক মুকুন্দ রায়সহ সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যরা গত ১৫ সেপ্টেম্বর মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকদের উপর চড়াও হবার ঘটনার সত্যতা পান।
এ ঘটনায় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্য নির্বাহী কমিটিসহ তালা উপজেলার সকল শিক্ষক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিন্দা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/