Site icon suprovatsatkhira.com

তালায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ৫

তালা প্রতিনিধি: তালায় ইঞ্জিনভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অরুন রায় (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ইঞ্জিনভ্যানের চালকসহ ৫জন আহত হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জাতপুর বাজার সংলগ্ন খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুন রায় খুলনার পাইকগাছা উপজেলার মুনকিয়া গ্রামের কাশিনাথ রায়ের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মুকুন্দ মল্লিকের ছেলে সঞ্জয় মল্লিক (৩২), পুলিন বিহারী মল্লিকের ছেলে পার্থ মল্লিক (২৭), স্বপন মল্লিকের ছেলে সবুজ মল্লিক (৩০), নৃপেন রায়ে ছেলে রিপন রায় (২৫) ও ইঞ্জিনভ্যান চালক একই উপজেলার কাঠামারি গ্রামের আফতাব হোসেন (২৪)।
দুর্ঘটনায় আহত সঞ্জয় মল্লিক জানান, নিজের ঘেরের সাদা মাছ বিক্রি করার জন্য ইঞ্জিনভ্যান যোগে আঠারোমাইল বাজারে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে জাতপুর বাজার পার হয়ে কিছুদূর গেলে বিপরীত দিক থেকে দ্রæত গতীতে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অরুন রায় নিহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বিষটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version