Site icon suprovatsatkhira.com

তালায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ

ডেস্ক রিপোর্ট: তালায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তালা জাতীয়করণ লিয়াজো কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির আহবায়ক আনন্দ মোহন হালদার ও যুগ্ম-আহবায়ক মুকুন্দ কুমার রায়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি স্কুলের একজন শিক্ষক-কর্মচারি দেশের অপরাপর সরকারি কর্মকর্তা-কর্মচারি অনুরূপ আর্থিক সুযোগ সুবিধা ভোগ করেন। পক্ষান্তরে বে-সরকারি শিক্ষকদের দেওয়া হয় প্রান্তিক বেতন স্কেলের শতকরা একশ ভাগ, এক হাজার টাকা বাড়ি ভাড়া, পাঁচশ টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষকদের প্রান্তিক বেতন স্কেলে শতকরা ২৫ ভাগ ও কর্মচারিদের শতকরা ৫০ ভাগ উৎসব ভাতা। বৈশাখী ভাতা দেওয়া হয় না। সরকারি-বেসরকারি সকল পর্যায়ে চাকুরিজীবীদের কমবেশী বার্ষিক প্রবৃদ্ধি থাকলেও এমপিওভুক্ত শিক্ষা কর্মচারিদের কোন বার্ষিক প্রবৃদ্ধি নেই। একবার শিক্ষকতায় প্রবেশ করলে অবসর গ্রহণ পর্যন্ত একই পদে একই প্রারম্ভিক বেতন স্কেলে কর্মরত থাকতে হয়। পদোন্নতির কোন সুযোগ নেই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version