তালা প্রতিনিধি: তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) তালা সদর ইউনিয়নকে হারিয়ে খলিলনগর ইউনিয়ন ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় তালা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) অনিমেষ বিশ্বাস, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা মীর হারুন-অর-রশিদ পুকার, সৈয়দ জুনায়েত আকবর, কাজী মারুফ, আব্দুল জব্বার, সরদার মশিয়ার রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ।
এ সময় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
তালায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খলিলনগর চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/