তালা প্রতিনিধি: সাতক্ষীরার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, পত্রদূত সম্পাদক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে তালায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলার সামনে এ কর্মসূচি পালিত হয়।
তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে এবং খলিলনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুর রজমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতেয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, নগরঘাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি আক্তার হোসেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বাস আতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বিশ্বাস কহিনুর ইসলাম, মোহাম্মাদ আলী, আওয়ামী লীগ নেতা সৈয়দ ইদ্রিস, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুর রহমান লিটু, সংগঠনের নেতা অপু, মোস্তাফা প্রমুখ। মানববন্ধনে বক্তারা শহীদ স.ম. আলাউদ্দীনের খুনিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।