তালা প্রতিনিধি: তালার ইসলামকাটী ইউনিয়নের যুবদলের কমিটি পুনর্গঠন হয়েছে। ওই কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন পর ইসলামকাটী ইউনিয়ন যুবদলের কমিটি পুনর্গঠন করে সাবেক সভাপতি মো. আনিছুজ্জামান আনিছকে পুনরায় সভাপতি, মো. শহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মনিকে সহ-সাধারণ সম্পাদক এবং মো. খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ওই কমিটিতে স্থান পাওয়া সহ-সভাপতি হাবিবুর রহমানকে নিয়ে অভিযোগ উঠেছে। যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের অভিযোগ হাবিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং তার দ্বারা বিএনপি’র কর্মীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিশেষ সুবিধা পাবার আশায় হাবিবুর রহমান কৌশলে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হয়েছে। নেতা-কর্মীরা অবিলম্বে হাবিবুর রহমানকে সংগঠন থেকে বাদ দিয়ে প্রকৃত এবং ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের জন্য আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে তালা উপজেলা যুবদলের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, ইসলামকাটী ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের কাছ থেকে তালিকা নিয়ে ইউনিয়ন যুবদলের পূর্বের কমিটিকে নতুন করে সাজানো হয়েছে। হাবিবুরের বিরুদ্ধে ইউনিয়নের দায়িত্বশীল কোন নেতা অভিযোগ করেনি।
তালায় ইউনিয়ন যুবদলের কমিটিতে আ’লীগ কর্মী!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/