Site icon suprovatsatkhira.com

তালার শ্রেষ্ঠ সমাজ কর্মী ইলিয়াস হোসেন

তালা প্রতিনিধি: তালার শ্রেষ্ঠ সমাজ কর্মী নির্বাচিত হয়েছেন মো. ইলিয়াস হোসেন। তিনি খলিলনগর ইউনিয়নের উত্তর পূর্ব নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য।
ইলিয়াস হোসেন প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে শিশুদের ঝরেপড়া রোধ, শিশুদের বিদ্যালয় ত্যাগের হার কমানো, বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপণ, ফুলের বাগান তৈরি, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা, বিদ্যালয়ে চেয়ার/টুল প্রদান, বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার রাখার ব্যবস্থাকরণ, ছাত্র ছাত্রীদের মাঝে স্বাস্থ্য শিক্ষা প্রদান, বিদ্যালয়ে কাব দল গঠনে সহায়তা, শিক্ষক সংকটে স্বেচ্ছাসেবী শিক্ষকের ব্যবস্থা করা, প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে পিতা মাতাকে সচেতন করার উদ্দেশ্যে সভা সমাবেশের আয়োজন করা, হোম ভিজিট করাসহ বিভিন্ন কাজ করেছেন।
এই ক্যাটাগরিতে উপজেলার ১২ ইউনিয়নের ১২ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ইউনিয়ন পর্যায়ে তিনি খলিলনগর ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী নির্বাচিত হয়েছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version