Site icon suprovatsatkhira.com

তালার জালালপুরে গ্রাম আদালতে ১০০ মামলা নিষ্পত্তি, গ্রহণযোগ্যতা বাড়ছে

প্রতাপ চট্টোপধ্যায়, জালালপুর (তালা): তালা উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে ২০১৭ সালের জুন মাস থেকে অদ্যাবধি ১০০টি দেওয়ানী ও ফোজদারী মামলা নিষ্পত্তি করা হচ্ছে। ফলে ছোট-খাটো মামলার ভোগান্তি থেকে মুক্তি মিলছে ওই ইউনিয়নের সাধারণ জনগণের।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানায়, জুন ২০১৭ থেকে আগস্ট মাস ২০১৮ পর্যন্ত এ ইউনিয়ন পরিষদে মোট ১১০টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের ১০০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এসব মামলায় ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৩০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
জালালপুর গ্রামের বাসারাত সরদার জানান, এত দ্রæত বেদখলকৃত জমি ফেরত পাবো এটা আগে বুঝিনি। গ্রাম আদালতে মামলা করে খুব দ্রæত ফল পেয়েছি।
জেঠুয়া গ্রামের হাসিনা বেগম জানান, আমার স্বামীর ভাইপোরা আমাকে মেরেছে তাই গ্রাম আদালতে মামলা করতে এসেছি। আশা করি এখান থেকেই বিচার পাবো।
শ্রীমন্তকাটি গ্রামের নূরবানু জানান, আমি মহিলা মানুষ হয়েও এ আদালতে কথা বলতে পেরেছি এবং কম খরচে খুব দ্রæত ন্যায় বিচার পেয়েছি।
আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের হাসানূর গাজী জানান, আমার বাড়ি অন্য উপজেলায় এই ইউনিয়নে এসে এত দ্রæত টাকা ফেরত পাবো এটা ভাবতেও পারিনি। গ্রাম আদালতে মামলা করে সুষ্ঠু বিচার পেয়েছি।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হল (লিটু) জানান, অল্প সময়ে স্বল্প খরচে এলাকার গরীব লোকজন গ্রাম আদালতে মামলা করে সেবা পাচ্ছে। এ কারণে লোকজন গ্রাম আদালতমুখী হচ্ছে। এছাড়া বিচারিক প্যানেলের কারণে লোকজনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version