ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর তালতলায় পানিতে ডুবে সাকিব আল হাসান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সাকিব ওই গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব বৃহস্পতিবার বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও বাড়িতে না ফিরলে আশেপাশের সর্বত্র খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে পার্শ্ববর্তী গ্রামের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে টেনে তোলেন এলাকার লোকজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/