মনজুরুল হাসান বাবুল, খেশরা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় তালার খেশরার আপন দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তালার খেশরার দক্ষিণ শাহাজাতপুর গ্রামের শেখ আব্দুর রশিদের ছেলে শেখ ওহেদুজ্জামান রানা (৩০) ও শেখ রাহাতুজ্জামান রাহাদ (২৫)। দুর্ঘটনায় নিহত ওহেদুজ্জামানের চার মাস বয়সের একটি ছেলে সন্তান ও রাহাতুজ্জামানের দুই মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামান মোটরসাইকেলে চড়ে খুলনা থেকে তালার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।
শুক্রবার বাদ জুম্মা জানাজা নামায শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শেখ ওহেদুজ্জামান রানা ছিলেন একজন তরুণ উদ্যোক্তা। তিনি ঢাকার অটোমোবাইল কোম্পানি লুমিনা অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি পানির ফিলটার মার্কেটিং কোম্পানি আরো ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন। ওহেদুজ্জামান রানা তার নিজ গ্রাম শাহাজাতপুরে যুবকদের নিয়ে বিকিরণ নামে একটি এনজিও প্রতিষ্ঠাতা করেন। শেখ ওহেদুজ্জামান রানা ও তার ভাইয়ের মৃত্যতে তালার খেশরায় শোকের ছায়া নেমে এসেছে।
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় তালার দুই সহোদরের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/