ডুমুরিয়া প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা মহা বিদ্যালয়েরর নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, শহীদ স্মৃতি মহিলা মহা বিদ্যালয়েরর প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা আবুল কাশেম, অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, সহ-অধ্যাপক জিএম আমানউল্লাহ, সঞ্জয় কুমার চন্দ, শাহানা পারভিন, শিউলী বিশ্বাস, নাসিমা পারভীন, প্রভাষক শাহিন পাপিয়া, মো. রিজাউর রহমান, আয়নুন নাহার, লিপিকা বিশ্বাস, বিষ্ণুপদ মল্লিক, নরেশ চন্দ্র গোলদার, গৌতম কুমার, যতীন্দ্রনাথ মন্ডল, এসএম ফারুক হোসেন, মল্লিক মো. নাছিমুল ইসলাম, মো. হাসানুজ্জামান, অমিয় রঞ্জন সরকার, সেলিনা আক্তার, অর্চনা গোলদার, আব্দুল হালিম ঢালী, নাসিমা খানম, শবনম মোস্তারী, সিদ্ধার্থ কুমার চক্রবর্ত্তী, কার্তিক চন্দ্র শীল, শেখ রুহুল আমিন, অলোকেশ মন্ডল ও শেখ আরিফুর রহমান।
ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়েরর একাডেমিক ভবন উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/