Site icon suprovatsatkhira.com

ডুমুরিয়ার হাতিটানা নদীর অবৈধ নেট পাটা উচ্ছেদ

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর: ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর হাতিটানা নদীর মুখের অবৈধ নেট পাটা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এলাকার শত শত মৎস্যজীবী এ উচ্ছেদ অভিযানে অংশ নেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাহস ও ভান্ডারপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সৈয়দ মো. আব্দুর রউফ ও মাদারতলা ক্যাম্প ইনচার্জ এএসআই রমজান আলী। হাতিটানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনের প্রেক্ষিতে গণশুনানি শেষে অবৈধভাবে দখল করে রাখা হাতিটানা নদীতে ঘন জাল, পাটা ও বাঁধ উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ডুমুরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সরকারি সকল খালের অবৈধ দখলদার উচ্ছেদ করতে নির্দেশ দেন। হাতিটানা নদীটি বিগত ১৪২৩, ১৪২৪ ও ১৪২৫ বাংলা বছরের জন্য ইজারা নেয় হাতিটানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবছর খাজনাসহ ইজারার সরকারি অর্থ পরিশোধ করেছে সমিতি। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি নদীর মুখে ঘন জাল ও পাটা এবং পূর্বপাশে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ করছিল।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশে উপজেলা সমম্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সর্বত্র নদী, খালসহ সকল সরকারি জলাশয় উন্মুক্তকরণ অভিযান চলছে। তারই অংশ হিসাবে হাতিটানা নদী থেকে অবৈধ নেট পাটা উচ্ছেদ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version