Site icon suprovatsatkhira.com

ডা. রহুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নলতা ইউনিটের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ নলতা ইউনিট নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নলতা গ্রামের মৃত মোহর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ (৭০)।
লিখিত বক্তব্য তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগত। এসময় একটি মহল সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে আফছার উদ্দীন বাবলু ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ডা. আ ফ ম রুহুল হক ও তার বাবাকে নিয়ে নানা কুৎসা রটায়। তা আদৌ সত্য নয়। তিনি আরও বলেন, মরহুম নজির আহমেদ ১৯৭১ সালে ব্যবসাজনিত কারণে ঢাকায় অবস্থান করতেন। তিনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি নলতা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। তাছাড়া নজির আহমেদ পীর কেবলা হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (রহ.) প্রতিষ্ঠিত ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন’ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য ছিলেন। সাংবাদিক সম্মেলনে আফছার আলী বাবলুর মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক প্রতিহিংসার নিন্দা জানিয়ে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ নলতা ইউনিয়ন শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭০), ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল (৬৫), বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে দাউদ আলী (৭০), সুজায়েত গাজী (৬৫), আবুল হোসেন (৬৫), মুজিবুর রহমান (৬৫), আব্দুল মতিন (৬৬), আনছার আলী (৬৬), রবিউল ইসলাম (৬৬), জাফর উল্লাহ (৬৪), আবুল হোসেন কারিকর (৭৩), বাশারাত হোসেন (৬৫), রেজাউল হক (৬৫), হজরত আলী (৬৫) প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version