Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার পাথরঘাটা গ্রামে এক প্রতিবন্ধী এতিম শিশু পানিতে ডুবে মারা গেছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা দক্ষিণ পাড়ার গিয়াসউদ্দীনের পুকুরে ডুবে সে মারা যায়। ১১ বছর বয়সের প্রতিবন্ধী শিশুটির নাম পারভেজ। সে পাথরঘাটা দক্ষিনপাড়ার ভিক্ষুক বিবিজান এর নাতী।
পারভেজ শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করলে তার পিতা মিজানুর রহমান তার মা জাহানারকে ফেলে চলে যায়। পারভেজ এর মা গত চার-পাঁচ বছর ধরে নিখোজ রয়েছে। তখন থেকে সে নানীর কাছে থাকতো। বিধবা বিবিজান প্রতিবন্ধী পারভেজকে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে পারভেজ ঐ পুকুরে গোসল করতে নামে। এ সময় সাতার কাটতে কাটতে মাঝ পুকুরে গিয়ে সে আর ফিরে আসতে পারেনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝাউডাঙ্গা বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version