কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) উপজেলা সভাপতি এসএম আবু সাঈদ ও সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১নং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটির কার্যক্রম না থাকায় বর্তমান কমিটি বিলুপ্ত করে ফারুক হোসেনকে সভাপতি ও ইবাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হলো।
কমিটিতে আরও আছেন- সহ-সভাপতি সাগর কুমার সাহা, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রনি অনিক, সেলিম হোসেন ও মাসুম বিল্লাহ।