Site icon suprovatsatkhira.com

জামায়াত-শিবিরের সহিংসতায় অগ্নিদগ্ধ স্বামীর চিকিৎসার সাহায্য চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্কা রিপোর্ট: দশম জাতীয় সংসদ নির্বাচন পূর্ব জামায়াত-শিবিরের সহিংসতায় পেট্রোল বোমার হামলায় শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ স্বামীর সুচিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এক গৃহবধূ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের ওজিবর রহমানের স্ত্রী মোছা. রাশিদা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী ওজিবর রহমান ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ২০১৪ সালের ৯ জানুয়ারি রাত ৯টার দিকে ভোমরা স্থলবন্দর থেকে ট্রাকে পেঁয়াজ ভর্তি করে কিছু দূর আসার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা জামায়াত-শিবিরের ক্যাডাররা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন লেগে গেলে আমার স্বামী ওজিবরের শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ হয়। স্বামীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে ১২ জানুয়ারি একটি মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে টাকা নেয়ায় বর্তমানে আমি অনেক টাকা দেনা হয়ে পড়েছি। স্বামী অসুস্থ থাকায় ১৫ বছর বয়সী ছেলেকে সংসারের দায় ঘাড়ে নিতে হয়েছে। টাকার অভাবে দুই মেয়ে ও ছেলেকে লেখাপড়া শিখাতে পারছি না। বর্তমানে খুবই দুঃখে কষ্টে দিন চলছে।
রাশিদা বেগম আরো বলেন, আমার স্বামী শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বর্তমান সরকারের অনুগত হয়ে জামায়াত-শিবিরকে চ্যালেঞ্জ করে সাহসিকতার সাথে ট্রাক চালাতে গিয়ে পেট্রোল বোমার হামলার শিকার হয়ে অসহায় জীবন যাপন করছেন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতাই পারে আমার স্বামীকে এই করুন পরিণতি থেকে বাঁচাতে।
তিনি অভিযোগ করে বলেন, ২০১৪ সালের জামায়াত-শিবিরের সহিংসতা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সকল পরিবার সহযোগিতা পেলেও আমরা কোন সহযোগিতা পাইনি। আমার অসুস্থ স্বামীর চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের কোন রকমে বেঁচে থাকার জন্য একটা ব্যবস্থা একান্ত প্রয়োজন। বর্তমান সরকার আমার পরিবারের দিকে একটু দৃষ্টি দিলেই আমার স্বামী সুস্থ হয়ে আবার সংসারের হাল ধরতে পারবে। তিনি পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ স্বামীর সুচিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে এককালিন অনুদান পাওয়ার জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version