শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হোসেনের খুনিদের গ্রেফতার পূর্বক ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মামলার প্রধান আসামিসহ কয়েক জনকে গ্রেফতারের পাশাপাশি তদন্ত কার্যক্রমের দ্রুত অগ্রগতি হওয়ায় কৃষ্ণনগর এলাকার হাজার হাজার মানুষ কালিগঞ্জ থানা পুলিশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে কৃষ্ণনগর বাজারে চেয়ারম্যান মোশাররফ হোসেনের বড় মেয়ে সাফিয়া পারভীনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা চেয়ারম্যান হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় এনে ফাঁসির দাবি জানান।
পরে সর্বস্তরের সাধারণ মানুষ মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি জলিল গাইন গণপিটুনিতে নিহত হওয়ায় আনন্দ র্যালি বের করে। মোটরসাইকেল ও যানবাহন সহকারে র্যালিটি উপজেলা সদরে অবস্থিত সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার বাসভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় চেয়ারম্যানের বড় মেয়ে সাফিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা। এসময় উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কৃষ্ণনগর ও কালিগঞ্জের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বেলা ২টার দিকে সাফিয়া পারভীনের নেতৃত্বে কেএম মোশাররফ হোসেনের অপর দুই মেয়ে সুমি ও সুমাইয়াসহ সাধারণ মানুষ থানা প্রাঙ্গণে গিয়ে কালিগঞ্জ সার্কেল (অতিরিক্ত দায়িত্ব) ইয়াছিন আলী, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা রাজিব হোসেনসহ সকল পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কালিগঞ্জ সার্কেল কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইয়াছিন আলী ও অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান অনেক পরিশ্রমী মানুষ। তিনি আপনাদের সাথে আছেন। আপনাদের সহযোগিতায় আমরা মামলার প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের আইনের আওতায় নিয়ে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আব্দুল জলিল গাইনকে (৪৮) পুলিশের নিকট থেকে ছিনতাই করে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ১৫/০৯/১৮)। মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৬ থেকে ৭ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি জলিল গাইনকে রাত পৌনে ৯টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য কৃষ্ণনগরে নিয়ে গেলে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর শংকরপুর গ্রামে জলিল গাইনের বাড়িঘরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে এলাকাবাসী।
চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/