বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফ এক হাজারেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। বর্তমানে শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে তার। শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েবের নির্দেশনায় অসুস্থ এই শিল্পীকে নিয়ে সাতক্ষীরার সন্তান, জোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জি.এম সৈকত আবেদনসহ আফজাল শরীফকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং আবেদনপত্রটি জমা দেন। প্রধানমন্ত্রীর অ্যাসাইমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক জানান, এই বিষয়টি আমরা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আফজাল শরীফ বলেন, আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ। এ জন্য শিল্পী বান্ধব প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আমার পাশে আছে শিল্পী ঐক্যজোট। সবচেয়ে কাছের ভাই, জি.এম সৈকত আমাকে এই বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা করছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আবার অভিনয় জীবনে ফিরতে পারি। প্রেস বিজ্ঞপ্তি
চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফের আবেদন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জি.এম সৈকত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/