গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে বাঁধটি সংস্কারের চেষ্টা করলেও তা যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে প্লাবিত হতে পারে গোটা ইউনিয়ন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নদী বেষ্টিত গাবুরার ২নং ওয়ার্ডের নজরুল সরদারের বাড়ির সামনে হঠাৎ ব্যাপকভাবে ফাটল দেখা দেয়। এ সময় বেড়িবাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে আর মাত্র দেড়-দুই হাত অবশিষ্ট আছে। তাৎক্ষণিক বেড়িবাঁধের ভাঙন কবলিত এলাকা স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত¡াবধানে স্থানীয় জনগোষ্ঠী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কারের চেষ্টা করেন। কিন্তু ঝুঁকি রয়েই গেছে।
স্থানীয়রা জানান, ২০০৯ সালে আইলার পর সংস্কার করা বেড়িবাধ এখন বিলীন প্রায়। এরপর আর সংস্কার না করায় হুমকির মুখে পড়েছে জীর্ণশীর্ণ বেড়িবাঁধে ঘেরা গাবুরা ইউনিয়ন।
এলাকাবাসী জানান, ইউনিয়নের ২১ কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ স্থান নদীতে ধ্বসে পড়েছে। কোথাও কোথাও ভাঙতে ভাঙতে আর মাত্র দুই-এক হাত বাকী আছে। পাউবো কর্তৃপক্ষকে বার বার তাগিদ দেওয়ার পরেও অদ্যাবধি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় শেখ আবুল হোসেন বলেন, বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকলে আবারও আইলার মত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। ¤øান হয়ে যাবে সরকারের সব উন্নয়ন কর্মকাÐ।
এ ব্যাপারে গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ভাঙন কবলিত স্থানটির পাশে দুটি পুকুর আছে। আমরা এই পুকুরসহ ভাঙনের স্থানে বালি এবং মাটির বস্তা দেওয়ার চেষ্টা করছি। সকালে সংস্কারের ফলে দুপুরের জোয়ারে পানি ঢুকতে পারেনি। তবে পরে কী হবে বলা যাচ্ছে না।
পাউবো কর্মকর্তা মাসুদ রানা বলেন, স্থানীয় জনগোষ্ঠী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানটি সংস্কারের চেষ্টা চালাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি পাউবোর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আশাকরি শীঘ্রই ব্যবস্থা নিবেন।
গাবুরায় কপোতাক্ষের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/