Site icon suprovatsatkhira.com

গাজী মিজানকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তাকে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন- রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ গাইন, সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, ফারুক হোসেন লিমন, লাভলু আক্তার, আফজাল হোসেন, লাভলু আক্তার, অসিত সেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম সভাপতি এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবাদিক গাজী মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version