Site icon suprovatsatkhira.com

খুলনায় যুক্তফ্রন্টের জনসভা সফল করতে জেএসডি নেতার আহবান

তালা প্রতিনিধি: খুলনার শহীদ হাদিস পার্কে যুক্তফ্রন্টের প্রথম জনসভা সফল করার জন্য আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান। সভাটি আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেএসডি নেতা মীর জিল্লুর রহমান জনান, উক্ত জনসভায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জেএসডির সভাপতি আ. স.ম. আবদুর রব, ডাকসু’র সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক মন্ত্রী ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক ও যুক্তফ্রন্টের নেতা আবদুল মালেক রতন, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল গনি ফারুখ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version