শেখ শাহীন, কেশবপুর: কেশবপুরে প্রাকৃতিক সুরক্ষা ও বজ্রপাতে মৃত্যু ঝুঁকি হ্রাসে একযোগে পাঁচ লাখ তালের বীজ রোপণ করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপজেলার কাটাখালি সড়কের মাগুরাডাঙ্গায় এ বীজ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০৫ কিলোমিটার রাস্তার দু‘পাশে তাল বীজ রোপণ করা হয়।
এ উপলক্ষ্যে মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব (যুগ্ম সচিব) মনজুরুল হাফিজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, শফিকুল ইসলাম মুকুল, মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মাগুরাডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, প্রতি বছর বজ্রপাতের কারণে সারা দেশে অসংখ্য মানুষ অকাল মৃত্যু বরণ করেন। ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও জঙ্গীরা সারা দেশের অসংখ্য গাছ কেটে সাবাড় করেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বজ্রপাতে মৃত্যুর হারও বেড়েছে।
কেশবপুরে ৫ লাখ তাল বীজ রোপণ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী : বিএনপি-জামায়াত গাছ কেটে সাবাড় করায় বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/