কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু হয়েছে।
রোববার (৯ সেপ্টম্বর) থেকে উপজেলার ১১টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ১২ হাজার ৯শ’ ৮৪টি নিবন্ধিত পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার এই চাউল বিক্রি করা হবে। ৫ জনের প্রতিটি পরিবার প্রতিমাসে ৩০ কেজি করে চাউল কিনতে পারবেন। এখন থেকে আগামী তিন মাস এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এবিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা লিয়াকত আলী জানান, কঠোর নজরদারির মধ্যে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রি করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং কর্মসূচি হিসেবে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য এ চাল বিক্রি করা হচ্ছে। আর চাল বিক্রি কার্যক্রমে কোনো ধরণের দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে।
কেশবপুরে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/