কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ফ্রি-ডেন্টাল ক্যাম্প, ওষুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুর শাখার আয়োজনে উপজেলা শহরের মেইনরোড জামতলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি-ডেন্টাল ক্যাম্প ও আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাংবাদিক শেখ শাহীনুর ইসলাম শাহীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শাহিন। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানার ওসি তদন্ত শেখ শাহাজান আহমেদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মাইকেল শিল্পী গোষ্ঠীর পরিচালক ইন্দ্রজীৎ হালদার, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে প্রমুখ।
এসময় ক্যাম্পে ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন পল্লব ১৬৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
কেশবপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ফ্রি-ডেন্টাল ক্যাম্প
https://www.facebook.com/dailysuprovatsatkhira/