সেপ্টেম্বর ১, ২০১৮
কেশবপুরে আদর্শ বাড়ির রূপকার সফল নারী উদ্যোক্তা ফতেমা বেগম
শেখ শাহীন, কেশবপুব: অদম্য ইচ্ছা আর সাহস থাকলে যে কোন কাজে জয়ী হওয়া যায়। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আদর্শ বাড়ির রূপকার ফতেমা বেগম। তিনি নিজের কর্ম প্রচেষ্টায় বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন গরুর খামার, বায়োগ্যাস প্লান্ট, হাঁস, মুরগীর খামার, কেঁচো কম্পোস্ট সার তৈরির প্রজেক্ট। এছাড়া মাঠে ফলাচ্ছেন বিষমুক্ত শাক-সবজিসহ বিভিন্ন ধরনের ফসল। সংসারের প্রয়োজন মিটিয়ে অবশিষ্ট অংশ বিক্রি করে তিনি এখন স্বাবলম্বী। তার অভাবনীয় সাফল্য তাকে আরও বেশী উজ্জীবিত করেছে। 8,584,547 total views, 1,233 views today |
|
|
|