কেঁড়াগাছি প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের দমদম বাজারের ডিলার পয়েন্টে দরিদ্রদের মাঝে এই চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করতে ১০ টাকা দরে দারিদ্র পরিবারকে চাল পৌঁছে দিতে এ কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বাংলাদেশে কেউ আর দুস্থ থাকবে না।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, নিজেদের জন্য নয়। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি সদস্য রনজীলা কুদ্দুস, আ’লীগ নেতা জিয়ারুল ইসলাম, রুহুল কুদ্দুস, রজব আলী সরদার, সারোয়ার হোসেন, ডিলার ওমর আলী প্রমুখ।
উল্লেখ্য, এই ইউনিয়নের এক হাজার একশ ১৮টি কার্ডধারীদের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।
কেঁড়াগাছিতে ১০ টাকা কেজির চাল বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/