জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মোশাররফ হোসেনের কবর জিয়ারতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্টা সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল মুসলেমিন দাদু, যুব বিষয়ক সম্পাদক কানাইলাল সাহা কানু, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। পরে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের কবর জিয়ারতে জাপা নেতৃবৃন্দ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/