Site icon suprovatsatkhira.com

কাশিমাড়ীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের জয়

স.ম ওসমান গনী সোহাগ: শ্যামনগরের কাশিমাড়ীর ঘোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলা রিপোর্টার্স ক্লাব ৩-২ গোলের ব্যবধানে সাতক্ষীরার ধুলিহর বিটিএন ইউনাইটেড ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঘোলা জাগরণী যুবসংঘের আয়োজনে শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার সংযোগবর্তী খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঘোলা ফুটবল মাঠে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা পূর্ণ খেলাটি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ইউপি সদস্য রাজগুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর সত্ত্বাধিকারী রোকন উদ্দিন বাবু, শ্যামনগর ফুটবল একাডেমির প্রশিক্ষক আকতার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি ওসমান গনী সোহাগ, ০৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জাগরণী যুবসংঘের সভাপতি জিয়াউর রহমান, যুবলীগ নেতা জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে ৩-২ গোলের ব্যবধানে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব জয়লাভ করে।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের হয়ে গোল করেন উজ্জ্বল, রাকিব ও তরিকুল। খেলাটির ধারাভাষ্যে ছিলেন আব্দুস সালাম মন্টু। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ তৈয়বুর রহমান বাবলু, মিজানুর রহমান ও সোহাগ হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version