Site icon suprovatsatkhira.com

কাশিমাড়িতে এমপি জগলুল হায়দারের সাফল্য কামনা করে দোয়া

কাশিমাড়ী প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়িতে সংসদ সদস্য জগলুল হায়দারের সাফল্য কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি শমসের আলী ঢালীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, ৪নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, যুবলীগ নেতা আবুল হোসেন, সমাজসেবক মাস্টার সওকাত হোসেন ঢালী, মাস্টার আজিজুল হক প্রমুখ। সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ১নং ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. সোহরাব হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version