Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ও যুগ্ম সম্পাদক বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দীন, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, দেবহাটা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক জয়দেব বিশ^াস, জেলা শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, জেলা সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক নিশিকান্ত ব্যানার্জী প্রমুখ। আরও বক্তব্য রাখেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত ঘোষ, কৃষ্ণনগর নবযুগ শিক্ষা সোপানের সহকারি শিক্ষক আফজাল হোসেন, নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিযুষ সরকার প্রমুখ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণের পাশাপাশি বক্তারা সকল বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version