Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন হবে ৮ অক্টোবর

কালিগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের সততা, আদর্শ ও নৈতিকতা শিক্ষার জন্য কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আগামী ৮ অক্টোবর উদ্বোধন করা হবে সততা স্টোর। এ উপলক্ষ্যে রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে স্কুলের প্রধান শিক্ষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়ের কাছে দুর্নীতি দমন কমিশন খুলনা কতৃর্ক প্রদত্ত সততা স্টোরের জন্য ২০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনিকা সরকার ও অফিস সহকারী মো. ফজলুর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version