Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে হিজরী নববর্ষ পালন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা আজিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে হিজরী নববর্ষ ১৪৪০ পালিত হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নববর্ষ পালিত হয়। মাগরিব নামাজের পরে মাদ্রাসা সভাপতি ও কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুল কাইয়ুম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় হিজরী নববর্ষের গুরুত্ব ও মহররম মাসের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা শফিউল্লাহ মুকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস.এম গোলাম ফারুক, শিক্ষক আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অর্থ সম্পাদক রাসেল কবির, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সদস্য আব্দুল গফ্ফার মিন্টু, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক ইমরুল হাসান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version