কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৪৭তম জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ বিদ্যালয়। শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মাঠে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ বিদ্যালয়। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের মদ্যে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন আব্দুস সামাদ ও তাপস সরকার।
খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সামাজতান্ত্রিক দল কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু।
কালিগঞ্জে স্কুল-মাদ্রসা ফুটবল টুর্নামেন্টে কুশুলিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/