Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নজরুল সম্মেলনে অংশগ্রহণকারীদের বাছাইয়ের লক্ষ্যে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক একরাম হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজ বাবু ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, শিল্পকলা একাডেমির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version