Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে মিনা দিবস পালন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে মিনা দিবস ২০১৮ পালিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “মায়ের দেওয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই” স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলায় গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
র‌্যালি শেষে কালিগঞ্জ এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, চাচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দেবন্দ্রনাথ মুখোপাধ্যায়, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাবালা বিশ্বাস প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version